পশুত্ব নয়, মনুষ্যত্ব বজায় থাকলে মনুষ্যের দেবত্বপ্রাপ্তি হয় ।।
প্রতিদ্বন্দ্বিতা নয়, সন্ধি করো । প্রতিযোগিতা নয়, সহযোগিতা করো । স্বার্থপরতা নয়, স্বার্থ ত্যাগ করো । অপমান নয়, সম্মান করো । রক্তপাত নয়, রক্তদান করো । উপহাস নয়, উপকার করো । প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, স্বার্থপরতা আর অন্যকে অপমান, আঘাত অথবা উপহাস করার মাধ্যমে মানুষ ক্রমশঃ পশুতে পরিণত হয় ।। আর সন্ধি, সহযোগিতা, স্বার্থ ত্যাগ, অন্যকে সম্মান প্রদান এবং পরোপকারের মাধ্যমে মনুষ্যের দেবত্বপ্রাপ্তি হয় ।। ---------------------------------------------------- ঋষি অভ্রতনু ।।
Comments
Post a Comment