অস্তাচল ।

অস্তাচল ।

অস্তাচলের দূর্গে তুমি আমি 
হাতের মুঠোয় প্রাণটা করে খেলা, 
অনতিদূরেই গুরুগম্ভীর স্বরে 
মৃত্যু করছে জীবনকে অবহেলা, 
সূর্যের আলো এখোনও একটু বেঁচে, 
সেটুকুই তুলে রাখো নষ্ট কোরো না মিছে, 
আগামী ভোরের দিবাকর 
যদি আমাদের নাই হয়, 
তবে এটুকু আলোই সম্বল করে নির্ভয়ে 
পার হয়ে যাবো লোকান্তর, 
তারপর কোনো এক ভোরে 
দূর্গপ্রাচীর ভেঙ্গে শ্বাপদের আবির্ভাবেই 
ঘটে যাবে যুগান্তর ।।।
                              ------ ঋষি অভ্রতনু ।

Comments

Popular posts from this blog

পশুত্ব নয়, মনুষ্যত্ব বজায় থাকলে মনুষ্যের দেবত্বপ্রাপ্তি হয় ।।

CONTACT of RISHI ABHRATANU

DISCOGRAPHY of RISHI ABHRATANU